ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত

Looks like you've blocked notifications!
ত্রিশাল থানা। ফাইল ছবি

ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। গতকাল রোববার (১৭ মার্চ) রাত ১০টার দিকে ত্রিশালের ধানিখোলার শিমুলিয়া পাড়া গ্রামে নারী আসামিকে ধরতে গেলে এ ঘটনা ঘটে।

আসামিদের দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন ত্রিশাল থানায় কর্মরত সহকারী ‍উপপরিদর্শক (এএসআই) রাকিব, ইসমাইল ও গোলাম রসুল। রাতেই তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঁয়া বলেন, ‘শিমুলিয়া পাড়া গ্রামে ওয়ারেন্টভুক্ত বেদেনা নামে এক নারী আসামিকে গ্রেপ্তার করতে যায় ত্রিশাল থানার পুলিশ। আসামিকে বাড়িতে পেয়ে গ্রেপ্তার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন এলোপাতাড়ি তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে। পরে তার মাকে ছিনিয়ে নিয়ে যায়।’

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, ‘পুলিশের ডাক-চিৎকারে এলাকাবাসী এসে আহত তিন পুলিশকে উদ্ধার করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আহত পুলিশ সদস্যদের রক্ত দিতে হয়েছে।’