পিকনিকের বাসে সামনে বসা নিয়ে সংঘর্ষে কৃষকের মৃত্যু

Looks like you've blocked notifications!
মাদারীপুর সদর মডেল থানা। ছবি : এনটিভি

মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত রাধাকান্ত হালদার ওরফে রাধিকা (৫০) মারা গেছেন। আজ সোমবার (১৮ মার্চ) রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রাধাকান্ত হালদার সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামের মৃত মহেন্দ্র হালদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

নিহত রাধাকান্ত হালদারের স্বজন ও পুলিশ জানায়, গত বুধবার সকালে সদর উপজেলার পূর্ব কলাগাছিয়ার ‘নিত্যানন্দ গোস্বামী স্মৃতি সংঘ’ তেকে নড়াইলে পিকনিকে যায় অর্ধশত মানুষ। পিকনিক শেষে ফেরার পথে বাসের সামনে বসা নিয়ে একই এলাকার সুশীন হালদারের ছেলে মিল্টন হালদার ও জগদীশ বৈরাগীর ছেলে প্রকাশ বৈরাগীর কথার কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে রাতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের দায়িত্ব নেন এলাকার মুরব্বিরা। কিন্তু বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হালদার ও বৈরাগী বংশের লোকজন সংঘর্ষে জড়িয়ে যায়। এতে আহত হয় অন্তত ৩০ জন।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখান থেকে রাধাকান্ত হালদারকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজনের নামে রাধাকান্ত হালাদারের স্ত্রী মিতালী হালদার বাদী হয়ে একটি মামলা করেছেন। তদন্ত শেষে হত্যার ধারা যোগ করে আদালতে চার্জশিট দেওয়া হবে। নিহত রাধাকান্তর শরীরের বিভিন্ন স্থানে ইটের আঘাতের চিহ্ন রয়েছে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।