জাল বাঁচাতে গিয়ে প্রাণ গেল জেলের

Looks like you've blocked notifications!
বরিশালে কীর্তনখোলা নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের অভিযান। ছবি : এনটিভি

রোজগারের জাল বাঁচাতে গিয়ে লঞ্চের প্রোপেলারে কাটা পড়ে নিখোঁজ হয়েছেন আবেদ আলী (২৮) নামে এক জেলে। আজ সোমবার (১৮ মার্চ) দুপুরে কীর্তনখোলা নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে আবেদ আলীর একটি খণ্ডিত পা পাওয়া গেলেও পুরো শরীরের সন্ধান মেলেনি। তিনি বরিশাল নগরীর ৯নং ওয়ার্ডের সোবাহান ফকিরের ছেলে। 

নিহত আবেদ আলীর স্ত্রী রুমা বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে লঞ্চঘাট এলাকায় মাছ ধরতে জাল ফেলেন তিনি। স্রোতের টানে জাল ঢাকা-বরিশাল রুটের লঞ্চ পারাবাত ১১-এর প্রোপেলারে জড়িয়ে যায়। জাল খুলতে আবেদ আলী যখন লঞ্চের কাছে যান ঠিক তখনই  ইঞ্জিন চালু হলে প্রোপেলারের ভিতরে ডুকে যান তিনি। তখন আশপাশের লোকজন চিৎকার করলেও পারাবাত লঞ্চের ইঞ্জিন বন্ধ না করায় নিখোঁজ হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও বরিশাল নৌপুলিশ উদ্ধার অভিযানে নামে। অভিযানে তাঁর বিচ্ছিন্ন একটি পা উদ্ধার হয়। তবে শরীরের বাকি অংশ খুঁজে পেতে অভিযান চলমান রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম। ঘটনার পর থেকেই পারাবাত লঞ্চের কোনো সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নিখোঁজ জেলের স্ত্রী রুমা।

বরিশাল নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রসুলপুর এলাকার জেলে আবেদ আলী মাছ ধরতে নেমে নিখোঁজ হন। আমরা তাকে খুঁজে পেতে অভিযান চালিয়ে যাচ্ছি। তবে এখন পর্যন্ত তার একটি বিচ্ছিন্ন পায়ের অংশ পাওয়া গেছে।