বগি উদ্ধার, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল‌ যোগা‌যোগ স্বাভাবিক

Looks like you've blocked notifications!

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ‌্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর ঢাকার স‌ঙ্গে উত্তরাঞ্চলের রেল‌ যোগা‌যোগ স্বাভাবিক হয়েছে। গতকাল সোমবার (১৮ মার্চ) দিনগত রাত ২টার দিকে ক্রেনের সাহায্যে বগি টেনে লাইনে উঠানো হয়। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধ‌ু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার খায়রুল ইসলাম।

এর আগে সোমবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের কাছে ঢাকাগামী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় টাঙ্গাইলের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রাবিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। প্রাথমিকভাবে ট্রেনের চাকায় ত্রুটি থাকার কার‌ণে লাইনচ‌্যুতির ঘটনা ঘ‌টতে পারে বলে ধারণা করা হচ্ছে।