গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, থানা ঘেরাও

Looks like you've blocked notifications!
গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় মঙ্গলবার সকালে গ্রামবাসী ও স্বজনরা বিচারের দাবিতে থানা ঘেড়াও করে। ছবি : এনটিভি

গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে নুরুন্নবী নামের এক ব্যক্তি নিহত হওয়ায় মঙ্গলবার (১৯ মার্চ) সকালে গ্রামবাসী ও স্বজনরা বিচারের দাবিতে থানা ঘেরাও করেছে। এসময় পুলিশ লাঠিচার্জ করে গ্রামবাসীদের সরিয়ে দেয়। এঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা নুরুন্নবী মিয়ার সাথে প্রতিবেশী গোলজার রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে নুরুন্নবী মিয়া বিবদমান জমিতে গেলে প্রতিপক্ষ গোলজার রহমান ও তার লোকজন নিয়ে নুরুন্নবীর ওপর হামলা চালায়। এতে নুরন্নবীসহ কয়েকজন গুরুতর আহত হয়। গুরুতর আহত নুরুন্নবীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে নুরুন্নবী মিয়ার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহতের বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হত্যাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে আজ মঙ্গলবার সকালে ফুলছড়ি থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। লাঠিচার্জ করে পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিহতের ভাই দুলা মিয়া বাদী হয়ে ফুলছড়ি থানায় মামলা দায়ের করলে পুলিশ আব্দুল গোফফার ও জহুরুল মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজন ও গ্রামবাসীরা লাশ নিয়ে থানায় এসে বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।