গাজীপুরে কিশোর গ্যাং দলনেতাসহ গ্রেপ্তার ৭

Looks like you've blocked notifications!
গাজীপুরের টঙ্গী ও আব্দুল্লাহপুর থেকে কিশোর গ্যাং দলনেতাসহ সাত যুবককে গ্রেপ্তার করেছেন র‌্যাব ১। ছবি : র‍্যাব-১

গাজীপুরের টঙ্গী ও আব্দুল্লাহপুর থেকে কিশোর গ্যাং দলনেতাসহ সাত যুবককে গ্রেপ্তার করেছেন র‌্যাব ১-এর সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত গাজীপুরের টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে র‌্যাব ১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান দলনেতাসহ সাত জনকে গ্রেপ্তারের ঘটনাটি জানান।

গ্রেপ্তার কিশোর গ্যাং দলনেতা হলেন রংপুর কোতোয়ালি থানা এলাকার শহিদুল হোসেন (৩১), তাঁর সহযোগীরা হলেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফারুক মিয়া (২৪), ভোলা সদর উপজেলার শামীম (১৯), গাইবান্ধা সদর উপজেলার হৃদয় (২২), কুড়িগ্রামের রৌমারি উপজেলার আলমগীর হোসেন (২৫), গাজীপুর মহানগীর পূবাইল থানা এলাকার জাহিদ (১৯) এবং চাঁদপুর সদর উপজেলার সবুজ (২৪)। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার রড, একটি সুইচ গিয়ার চাকু, দুটি খুর, দুটি সাইকেলের চেইন, চারটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, কিশোর গ্যাং গ্রুপের কতিপয় সদস্য গাজীপুরের টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় বিকট শব্দে সাইলেন্সার বিহীন মোটরসাইকেল চালানো, ইভটিজিং, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ার, পেশিশক্তি প্রদর্শন করে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা কিশোর গ্যং সদস্যদের এসব কার্যক্রম জানতে পেরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে চারজনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে দলনেতা শহিদুল কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেক গ্রুপে ১০ থেকে ১৫ জন সদস্য রয়েছে। তারা টাকার বিনিময়ে যেকোনো পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়।  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।