পাবনায় কবরস্থান থেকে এক রাতে ১৫টি কঙ্কাল চুরি

Looks like you've blocked notifications!
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরি হয়ে গেছে। ছবি : এনটিভি

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরি হয়েছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি দেখা দিয়েছে আতঙ্ক।

গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সকালে খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানের ১৫টি কঙ্কাল চুরির ঘটনাটি টের পায় স্থানীয়রা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী জবদুল শেখ, কালাম মণ্ডল, মিজবাউর রহমান জানান, সকালে কবর জিয়ারত করতে এসে এলাকাবাসী কবর খোড়া দেখতে পায়। এ সময় আশপাশের লোকজনসহ সবাই কবরস্থান এসে দেখেন এইসব কবর থেকে মরদেহের কঙ্কাল উধাও হয়ে গেছে। কে বা কারা রাতের অন্ধকারে কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় সবাই হতবাক হয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী রেখা খাতুন বলেন, ‘প্রায় দেড় মাস আগে আমার ভাই মারা গেছেন। আমি প্রায় প্রতিদিনই ফজরের নামাজের পর এই কবরস্থানের পাশে এসে তার কবর জিয়ারত করি। আজকে এসে দেখি ছয়জন লোক কবরস্থান থেকে বের হয়ে এলো। এরপর আরও তিনজন বের হয়ে এলো। তারা সবাই কালো পোশাক পরা ছিল। পিঠে ছিল ব্যাগ। এ সময় আরেক পাশ থেকে একটি ট্রাক এসে তাদের নিয়ে চলে গেল। পরে আমি কবরস্থানের বাইরে থেকে আমার ভাইয়ের জন্য দোয়া করে চলে যাই। সকালে এইসব ঘটনা শুনি। আমার তখন সন্দেহ হয়েছিল যে তারা কবরস্থান থেকে বের হয়ে এলো কেন?’

এদিকে এ ঘটনার পরপরই তদন্ত কাজে নেমেছে পুলিশ। দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ।

ওসি হারুন-উর-রশীদ বলেন, ‘১৪-১৫টি কঙ্কাল চুরি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।’