সাভারে গরুর মাংস ৬৫০ টাকা কেজি বেঁধে দেওয়ায় ধর্মঘটে বিক্রেতারা

Looks like you've blocked notifications!
সাভারে ধর্মঘটে মাংস বিক্রেতারা। ফাইল ছবি

সাভারে গরুর মাংসের কেজি ৬৫০ টাকা বেঁধে দেওয়ায় লোকসানের অজুহাতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন মাংস বিক্রেতারা।

আজ বুধবার (২০ মার্চ) সকাল থেকে সাভার পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে মাংসের দোকানে বন্ধ পাওয়া গেছে।

সকালে মাংস কিনতে গিয়ে দোকানে দোকানে ঘুরে শূন্য হাতে ফেরেন ক্রেতারা। মাংসের দোকানের কর্মচারীদের এদিন অলস সময় কাটাতে দেখা গেছে।

সাভার পৌরসভা থেকে গতকাল মঙ্গলবার এক নোটিশে গরুর মাংসের কেজি ৬৫০ টাকা করে বেঁধে দেওয়ার পর থেকেই আন্দোলনে নামেন মাংস বিক্রেতা সমিতির সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে সাভার পৌরসভার মেয়র মো. আব্দুল গনি বলেন, ‘বাজার দর যাচাই করে মাংস ব্যবসায়ীদের লাভ ধরেই গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ টাকা এবং খাসির মাংস এক হাজার তিন টাকা নির্ধারণ করা হয়েছে।’

মাংস বিক্রেতারা বলেন, ‘পৌরসভার বেঁধে দেওয়া দরে গরুর মাংস বিক্রি করতে হলে নিশ্চিতভাবেই ক্রেতাদেরকে ঠকাতে হবে। কেজি প্রতি মাংসে ২০০ গ্রাম হাড় এবং ১৫০ গ্রাম চর্বি দিতেই হবে।’

পৌর এলাকার বাইরে এই দামে কিছু দোকানে মাংস বিক্রি করা হলেও প্রতি কেজিতে বাধ্যতামূলকভাবে ২০০ গ্ৰাম হাড় ও ১৫০ গ্ৰাম করে চর্বি দিতে দেখা গেছে।

নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক মাংস বিক্রেতা জানান, আগে তারা প্রতি কেজি চর্বি সাবানের দোকানে বিক্রি করতেন ৫০ টাকায়। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে গিয়ে এখন সেই চর্বি বিক্রি হচ্ছে কেজিপ্রতি সাড়ে ৬৫০ টাকায়। এভাবেই দাম সমন্বয়ের মাধ্যমে ঠকানো হচ্ছে ক্রেতাদের।