সুইডিশ রাজকুমারীর উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/20/cox_news.jpg)
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত ইউএনডিপির শুভেচ্ছা দূত সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। আজ বুধবার (২০ মার্চ) দুপুরে নোয়াখালীর ভাসানচর থেকে হেলিকপ্টারে করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত হেলিপ্যাডে এসে পৌঁছান।
ইউএনডিপির শুভেচ্ছা দূতকে সেখানে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, জাতিসংঘের কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শরণার্থী কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে এসেছেন সুইডেনের এই রাজকুমারী।
শরণার্থী কমিশনার আরও জানান, আজ দুপুর পৌনে ১টার দিকে প্রিন্সেস ভিক্টোরিয়া ক্যাম্পে পৌঁছেই জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। রোহিঙ্গা ক্যাম্পে প্রথমে তিনি যান ক্যাম্প চার এক্সটেনশনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ইউএনএইচসিআরের নিবন্ধন ও খাবার বিতরণের ই ভাউচার আউটলেটে। সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ক্যাম্প ৪-এ ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টিপারপাস ওমেন্স সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন প্রিন্সেস ভিক্টোরিয়া।
এরপর ক্যাম্প ৫-এ ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে একটি বেকারি শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেখানে কর্মরত নারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রিন্সেস ভিক্টোরিয়া। পরে তিনি ১৮ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।
সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন জাতিসঙ্ঘের সহকারী মহাসচিব উলরিকা মোদের ও সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ইয়োহান ফরসেল।