শেরপুর জেলা বিএনপির সভাপতিসহ ২৫ নেতাকর্মী কারাগারে

Looks like you've blocked notifications!
শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতকর্মীকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : এনটিভি

শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (২০ মার্চ) দুপুরে নেতাকর্মীরা নিম্ন আদালতে জামিন চাইতে গেলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতকর্মী পুলিশের করা বিস্ফোরক আইনের চার মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি মাহমুদুলক হক রুবেলকে প্রধান আসামি করে অন্য নেতাকর্মীদের নামে বিস্ফোরক আইনে চারটি মামলা করে। এসব মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এই নেতাকর্মীরা। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে আজ নিম্ম আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এ ব্যাপারে বিবাদী পক্ষের আইনজীবী রেজোয়ান উল্লাহ বলেন, এসব মামলা রাজনৈতিক। আদালত চারটি মামলার মধ্যে দুটি মামলায় জামিন বহাল রেখেছেন, দুটি মামলায় জামিন নামঞ্জুর করেছেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আদালত পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনের দুটি মামলায় নিম্নআদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।