গাজীপুরে অপহৃত প্রবাসীকে নরসিংদী থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

Looks like you've blocked notifications!
গাজীপুরে অপহরণের ঘটনায় নারীসহ তিনজন গ্রেপ্তার। ছবি : এনটিভি

গাজীপুর থেকে অপহৃত এক প্রবাসীকে শেকলে বাঁধা অবস্থায় নরসিংদী হতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী এক নারী ও তার দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২০ মার্চ) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানা।

গ্রেপ্তাররা হলেন—নরসিংদীর শিবপুর থানার হামুরদিয়া এলাকার দুলাল মিয়া (৩০), নাসির উদ্দিন (২৭) ও রাবেয়া (২১)।

সংবাদ সম্মেলনে ওসি মাহাতাব উদ্দিন বলেন, ‘টাঙ্গাইলের নাগরপুর থানার মোকনা এলাকার গুহুলী গ্রামের লাবু মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে ইরাকে চাকরি করেন। তিনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে গত ১৭ মার্চ ইরাক থেকে বাংলাদেশে আসেন। আসার সময় তার সহকর্মী হাসান মিয়া কিছু উপহার সামগ্রী গাজীপুরের কালীগঞ্জ এলাকায় রাবেয়ার কাছে পৌঁছে দেয়ার জন্য লাবু মিয়ার কাছে দিয়ে পাঠান। ওই উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য লাবু মিয়া দুপুরে বিমানবন্দর হতে সরাসরি কালীগঞ্জের আরআরএন পাইলট স্কুল মাঠে আসেন। লাবু মিয়া সেখানে পৌঁছার কিছু সময় পর সাত-আটজন সহযোগীকে নিয়ে রাবেয়া একটি মাইক্রোবাস যোগে সেখানে আসেন। তারা লাবু মিয়াকে জোরপূর্বক ওই মাইক্রোবাসে মালামালসহ উঠিয়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা লাবু মিয়ার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে হুমকি দেয়।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘অপহরণের এ ঘটনায় অপহৃতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ১৮ মার্চ দিনগত রাতে নরসিংদীর শিবপুর উপজেলার হামুরদিয়া গ্রামে অভিযান চালিয়ে শেকলে বাঁধা অবস্থায় প্রবাসী লাবু মিয়াকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের ওই তিন ভাই-বোনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের কাছ থেকে লাবু মিয়ার লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।’