‘আইপিইউ অ্যাসেম্বলি’ সম্মেলনে যোগ দিতে স্পিকারের ঢাকা ত্যাগ

Looks like you've blocked notifications!
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদীয় প্রতিনিধিদলসহ বুধবার (২০ মার্চ) দিনগত রাত ৩টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ২৩ থেকে ২৭ মার্চ সুইজারল্যান্ডের জেনেভাতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে অংশগ্রহণের জন্য সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো. মুজিবুল হক এমপি ও আখতারুজ্জামান এমপি স্পিকারের সফর সঙ্গী হয়েছেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন ও উপসচিব মো. জসিম উদ্দিন প্রতিনিধিদলে রয়েছেন। এ ছাড়া স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে সফরসঙ্গী হয়েছেন।

সুইজারল্যান্ড সফর শেষে স্পিকার, সংসদীয় প্রতিনিধিদল ও তার সফরসঙ্গীরা আগামী ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।