রাজধানীতে বৃষ্টি, থাকবে কতদিন জানাল আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় গত দুই দিন বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা থেকে রাজধানীতে শুরু হয়েছে ফের বৃষ্টি। এতে তাপপ্রবাহ অনেকটা কমলেও বাড়ছে মানুষের ভোগান্তি। তুমুল বৃষ্টির কারণে বেশি বিপাকে পড়েছেন রাজধানীর ছিন্নমূল হকারেরা। অনেক জায়গায় পানি জমতে দেখা গেছে। আগামী তিনদিন আবহাওয়া এমন বৃষ্টিমুখর থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে রংপুর বিভাগের দুই এক জায়গায়ও বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে এই সময়ে।
পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়েও তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শেষের ২৪ ঘণ্টায়ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষের দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
পরবর্তী পাঁচ দিনেও তাপমাত্রা আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে (৩২ ডিগ্রি সেলসিয়াস)। সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দিনাজপুরে।
আগামীকাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।