রাজধানীর ডেমরায় গুদামের আগুন নিয়ন্ত্রণে

Looks like you've blocked notifications!
রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় গুদামের আগুন প্রায় ৯ ঘণ্টা পর শুক্রবার সকালে নিয়ন্ত্রণে আসে। ছবি : এনটিভি

রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় গুদামের আগুন প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।

নৌবাহিনীসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আজ শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে জানানো হয়, দমকলকর্মীরা এখন আগুন পুরোপুরি নেভাতে কাজ করছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকার গুদামটিতে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের (মিডিয়া সেল) স্টেশন কর্মকর্তা তালহান বিন জাশিম বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা প্রেস এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলার গোডাউনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি এবং হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।