পাঁচ টাকায় ব্যাগভর্তি ইফতার সামগ্রী

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জ শহরে মাত্র পাঁচ টাকায় ব্যাগভর্তি ইফতার সামগ্রী নিচ্ছেন নারী-পুরুষরা। ছবি : এনটিভি 

মুন্সীগঞ্জ শহরে মাত্র পাঁচ টাকায় ব্যাগভর্তি ইফতার সামগ্রী নিয়ে বাড়ি ফিরেছে নারী-পুরুষরা।  আজ শুক্রবার (২২ মার্চ) সকাল ৯টায় শহরের উত্তর ইসলামপুর এলাকায় ইদ্রিস আলী মাদবর পলিটেক ইনস্টিটিউট সড়কে স্টলে স্টলে সাজানো হয় ইফতারির পণ্য সামগ্রী।

এ ইফতার বাজারের আয়োজন করে মুন্সীগঞ্জ সেবাকেন্দ্র নামে একটি সংগঠন। এই রোজায় পাঁচ টাকার বিনিময়ে এক কেজি করে মুড়ি, ছোলা, চিনি, সয়াবিন তেল, খেঁজুর, ডাল ও পেঁয়াজ কিনে নেন নারী-পুরুষরা। ২০০ পরিবার ওই ইফতার বাজার থেকে ইফতারি পণ্য সামগ্রী কিনে নেয়।

পাঁচ টাকায় সাত রকমের ইফতারি পণ্য পেয়ে আনন্দ প্রকাশ করেন শহরের উত্তর ইসলামপুর এলাকার মো. মাসুদ। তিনি বলেন, ‘এ রোজায় বাজার থেকে ইফতার কিনে খাওয়ার মতো আমার সামর্থ্য নেই। সারা দিন রোজার রাখার পর আমার মতো অনেকের বাড়িতে চিনির অভাবে মেলে না শরবত। টাকার অভাবে ইফতারের পাতে থাকে না ছোলা কিংবা খেঁজুর। এখন পাঁচ টাকায় ইফতার কিনতে পেরে বেশ ভালো লাগছে।’

নয়াগাঁও গ্রামের ৭০ বছর বয়সের পানপতি বেগম বলেন, ‘আলহামদুলিল্লাহ। পাঁচ টাকায় অনেক কিছু পাইছি। জীবনে এই প্রথম পাঁচ টাকায় বাজার করে এত কিছু পাইলাম।’

আয়োজক সংগঠনের সভাপতি মো. বায়েজিত খান বলেন, এবারই প্রথম পাঁচ টাকায় ইফতার দেওয়ার আয়োজন করি। সমাজের নিম্ন আয়ের মানুষের ইফতারের পাতে কিছু তুলে দিতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় রকমের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এবার রোজায় ২০০ পরিবারের মধ্যে এই ইফতার বাজারের আয়োজন ছিল।