সরকার মানুষের ইফতারের প্রেসক্রিপশন করে দিয়েছে : ড. মঈন খান

Looks like you've blocked notifications!
আজ শনিবার দুপুরে নরসিংদীর মাধবদীতে বিএনপির প্রয়াত নেতা সমীর ভূইয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. মঈন খান। ছবি : এনটিভি

সরকার মানুষের ইফতারের প্রেসক্রিপশন করে দিয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে এ দেশের মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়। মানুষ যেন তাদের ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে পারে। এ দেশে যেন মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হয়।

আজ শনিবার (২৩ মার্চ) দুপুরে নরসিংদীর মাধবদীতে বিএনপির প্রয়াত নেতা সমীর ভূইয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের সময় ড. মঈন খান এসব কথা বলেন।

ইফতারে খেজুরের প্রয়োজন নেই উল্লেখ করে মঈন খান আরও বলেন, দরিদ্র মানুষ না খেয়ে আছে। সামান্য ইফতারসামগ্রী নিয়ে ইফতার করবে তার উপায় নেই। সরকার মানুষের ইফতারের প্রেসক্রিপশন করে দিয়েছে। বাংলাদেশের মানুষ কি দিয়ে ইফতার করবে, এই হচ্ছে বাংলাদেশের বাজার পরিস্থিতি ও অর্থনৈতিক পরিস্থিতি।

সাবেক এই মন্ত্রী বলেন, এখানে মেগাপ্রকল্প হয়েছে। মেগাপ্রকল্পের নামে মেগাদুর্নীতি হয়েছে। সরকারের আশীর্বাদপুষ্ট নির্দিষ্ট একটি গোষ্ঠী লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। যার দায় দেনা এই দেশের দরিদ্র মানুষের উপর পড়ছে। তাহলে এই সরকার কীভাবে জনগণের সরকার হলো।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি  বাবুল সরকার, শহর বিএনপির সভপতি আমান উল্লাহ আমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।