ঢাবির কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক জিয়া রহমানের জানাজা সম্পন্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমানের জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৩ মার্চ) বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাদ আছর মিরপুর-১ এ দ্বিতীয় জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, অধ্যাপক জিয়া রহমান সব সময় একজন হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। যেকোনো বিষয়ে তিনি সহজ সমাধান দিতে পারতেন। এরকম একজন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়া, জাতীয় জীবন থেকে চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।
এর আগে শনিবার ভোর চারটায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে মারা যান অধ্যাপক জিয়া রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
অধ্যাপক জিয়া রহমান বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ছিলেন।
১৯৯৭ সালে সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষকতার মাধ্যমে জিয়া রহমান যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক ছিলেন তিনি।