ট্রান্সকমের সিমিন রহমানের বিরুদ্ধে ভাই হত্যার অভিযোগে মামলা

Looks like you've blocked notifications!
সিমিন রহমান, যারাইফ আয়াত হোসেন ও শাযরেহ হক। ছবি : সংগৃহীত

ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ এনে তার ছোট বোন শাযরেহ হক একটি হত্যা মামলা করেছেন। গতকাল শুক্রবার (২২ মার্চ) গুলশান থানায় এ মামলা করা হয়।

আজ শনিবার (২৩ মার্চ) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রিফাত রহমান শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

রিফাত রহমান শামীম বলেন, মামলার অভিযোগে সিমিন রহমানের বিরুদ্ধে তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে বিষ প্রয়োগ বা শ্বাসরোধ করে হত্যা করার কথা বলা হয়েছে। এ মামলায় সিমিন রহমান ছাড়া আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন সিমিন রহমানের ছেলে যারাইফ আয়াত হোসেন, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপক ডা. মুরাদ এবং পরিচালক (বিপণন ও বিক্রয়) ডা. মো. মুজাহিদুল ইসলাম, ট্রান্সকম গ্রুপের পরিচালক (অর্থ) কামরুল হাসান, আইন কর্মকর্তা মো. ফখরুজ্জামান ভুঁইয়া, ব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স) কেএইচ মো. শাহাদত হোসেন, কর্মকর্তা জাহিদ হোসেন ও সেলিনা সুলতানা এবং গ্রুপের কর্মচারী রফিক ও মিরাজুল।

আরশাদ ওয়ালিউর রহমান গত বছরের ১৬ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। তিনি ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। আরশাদ ওয়ালিউর ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানের বড় সন্তান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।