বাংলাদেশ সীমান্তে ডলার-রুপিসহ ‘ভারতীয় পুলিশ’ পরিচয়ে সিলভারাজ গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
পি.ভি. জন সিলভারাজ। ছবি : এনটিভি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে পি.ভি. জন সিলভারাজ নামে একজনকে আটক করে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। তার কাছ থেকে জব্দ করে ডলার ও ভারতীয় রুপি। আটকের সময় তার কাছে পাওয়া যায় ভারতীয় পুলিশের পরিচয়পত্র। পরে বিজিবি তাকে পুলিশে হস্তান্তর করলে আজ শনিবার (২৩ মার্চ) আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইসমাইল ও মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। ইসমাইল বলেন, আটক ব্যক্তি ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশের সদস্য। তার কাছে থাকা পরিচয়পত্রসূত্রে বিষয়টি পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

৫৮-বিজিবি অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী পি.ভি. জন সিলভারাজের বরাতে জানান, তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করেন। তার সঙ্গে থাকা কাগজপত্র পরীক্ষা করে তামিলনাড়ু পুলিশের সদস্য বলে জানা গেছে। তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে সে দেশে দায়িত্ব পালনকালীন দৃশ্য পাওয়া গেছে।

মহেশপুর-৫৮বিজিবি ও সংশ্লিষ্ট (মহেশপুর) থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে গেলে মাটিলা বিজিবি ক্যাম্পের হাবিলদার কাওছারের নেতৃত্বে সিলভারাজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ১৫০ ডলার ও চার হাজার ৮৭ ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার কাছে থাকা পরিচয়পত্রে সূত্রমতে, তার বাড়ি ভারতের তামিলনাড়ুর ত্রিসিটি জেলার ইকুডু থানার আনগুনগর গ্রামে। পরে রাতেই তাকে মহেশপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়।

ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, মুদ্রা পাচারসহ অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে মামলা দায়ের মাধ্যমে ভারতীয় ওই পুলিশ সদস্যকে আদালতে পাঠানো হয়।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন  হায়দার জানান, আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সিলভারাজের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত থেকে কারাগারে পাঠানো হয়।