কিশোর গ্যাংয়ের অস্তিত্ব পাওয়া গেলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা : ডিএমপি কমিশনার 

Looks like you've blocked notifications!
ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান। ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, যে ভারপ্রাপ্ত ককর্মকর্তার (ওসি) থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অস্তিত্ব পাওয়া যাবে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার (২৩ মার্চ) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন। ওই সভায় থাকা দুজন ওসি এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডিএমপি কমিশনার বলেন, পরিবহণে চাঁদাবাজি বন্ধ করতে হবে। পরিবহণে চাঁদাবাজির সঙ্গে জড়িত কারও সঙ্গে পুলিশের কোনো সদস্য, বিশেষ করে কোনো ওসির সংশ্লিষ্টতা পেলে তাকেও ছাড় দেওয়া হবে না। ফুটপাত দখল করে কেউ যাতে হকার বসাতে না পারে, এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। 

হাবিবুর রহমান বলেছেন, তৃতীয় লিঙ্গের কেউ যদি বাসা-বাড়িতে, সড়কে ও যানবাহনে চাঁদাবাজি করে তাদের আইনের আওতায় আনা হবে। সম্প্রতি শেরেবাংলা নগর থানা এলাকায় একটি ঘটনায় তৃতীয় লিঙ্গের একজনের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তৃতীয় লিঙ্গের বিভিন্ন সদস্যের নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ সব অভিযোগের আলোকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।