ঢাকায় মধ্যরাতে শিলাবৃষ্টি, আজও ঝড়ের পূর্বাভাস

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

রাজধানীতে শনিবার (২৩ মার্চ) দিনগত রাতে শিলাবৃষ্টি হয়েছে। এ সময় ঝড়ো হওয়া বয়ে গেছে এবং ঘন ঘন বজ্রপাতে আকাশে বিদ্যুৎ চমকাতে দেখা গেছে। এ ছাড়া আজ রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলা সন অনুযায়ী, এখন চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। এ মাসে এর আগেও দু-একবার হালকা থেকে মাঝারি ধরনের ঝড়-বৃষ্টি হতে দেখা গেছে। তবে ষড়ঋতুর এদেশে ঝড় শক্তিশালী আকার ধারণ করতে দেখা যায় সাধারণত গ্রীষ্মকালে, যা কালবৈশাখী হিসেবে আঘাত হানে জনপদে। 

শনিবার দিনগত রাতের বৃষ্টিতে আজ রোববার সকালেও ঠান্ডা বাতাস প্রবাহিত হয়েছে। রাস্তায় অনেক জায়গায় পানি জমে থাকতে দেখা গেছে। তবে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী ও কর্মমুখো মানুষকে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, আজ রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।