ধানমণ্ডির মাস্টারমাইন্ড স্কুলের ছাত্র অপহরণ, গ্রেপ্তার ৭

Looks like you've blocked notifications!
হ্যান্ড কাফের প্রতীকী ছবি

রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে মাস্টারমাইন্ড স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রকে অপহরণের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার (২২ মার্চ) ঢাকাসহ কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (২৪ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবিপ্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবদুল্লাহ আল মামুন মাসুদ (৩৭), নূর আলম (৩০), কামরুল হাসান (২৮), রনি মিয়া (৩০), মনির হোসেন (৩২), জনি বিশ্বাস (৪২) ও আসলাম হাওলাদার (২৮)।

হারুন অর রশীদ জানান, গত ২০ মার্চ মাস্টারমাইন্ড স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র জামিনুর রহমানকে (১১) নিয়ে গাড়ি চালক কামরুল হাসান স্কুলের সামনে পৌঁছেন। এ সময় তারা জামিনুর ও চালক কামরুলকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে একটি প্রাইভেট কারে তুলে সাভারে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা মামলার বাদীর ছোট ভাই আনিসুরের ফোন নম্বরে কল করে। ফোনের অপর প্রান্ত থেকে তাকে জানানো হয়, জামিনুর ও কামরুলকে তারা অপহরণ করা হয়েছে। তারা তাদের কাছে আছে। তবে, তাদের ব্যবহার করা মাইক্রোবাসটি বসিলা ব্রিজের ওপারে ওয়াশপুরের রাস্তার ওপর চাবিসহ রাখা হয়েছে। শেষে তারা তাদের মুক্তিপণ হিসেবে এক কোটি পাঁচ লাখ টাকা দাবি করে।

হারুন অর রশীদ বলেন, সন্তানকে বাঁচাতে ভুক্তভোগীর বাবা দুই ঘণ্টার মধ্যে অপহরণকারীদের ১৪ লাখ টাকা পাঠালে তারা তাদের ছেড়ে দেয়। ঘটনাটি ভুক্তভোগীর পরিবার ডিবিকে জানালে ছায়া তদন্ত শুরু করে ডিবি। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবিপ্রধান আরও বলেন, এ ঘটনায় ১১ জন জড়িত। কিন্তু, এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি। একজনের কাছ থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।