ডোমারে তিন ক্লিনিককে জরিমানা

Looks like you've blocked notifications!
নীলফামারী জেলার ডোমারের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জেলা সিভিল সার্জন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : এনটিভি

নীলফামারী জেলার ডোমারের তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। চিকিৎসক সংকট, প্রতিশ্রুত সেবা যথাযথ ভাবে না দেওয়া, সেবার মূল্যের তালিকা সংরক্ষণ না করায় জেলা সিভিল সার্জন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করে।

আজ রোববার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামছুল আলম অভিযান পরিচালনা করেন।

উপজেলা শহরের পদ্মা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, নার্স বিধি মোতাবেক না থাকা ও যন্ত্রপাতি সংকট থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিধি মোতাবেক চিকিৎসক না থাকায় সেবা হাসপাতালকে ৪০ হাজার ও ধার্য করা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে নেওয়া, প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া এক্স-রে করাসহ বিধি মোতাবেক চিকিৎসক না থাকায় ডক্টরস ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ডক্টরস্ ক্লিনিকের মূল্য পরিশোধ রশিদ বহি জব্দ করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা ডা. রায়হান বারী, স্বাস্থ্য পরিদর্শক আল আমিন রহমানসহ থানা পুলিশ উপস্থিত ছিল।