বাংলাদেশের যে স্থানগুলো ঘুরে দেখবেন ভুটানের রাজা

Looks like you've blocked notifications!
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ছবি : ফোকাস বাংলা

বাংলাদেশে পৌঁছেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। আজ সোমবার (২৫ মার্চ)  ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ১১ মিনিটে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা বিমানবন্দরে অবতরণের পরপরই ভুটানের রাজা ও রানি জেৎসুন পেমাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরইমধ্যে তিনি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে; নবায়ন করা হয়েছে পুরানো একটি চুক্তি৷ 

বাংলাদেশে সফরকালে ভুটানের রাজা বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। তার সফরের দ্বিতীয় দিন আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন তিনি। পরে শেখ হাসিনা ন্যাশনাল ইনিস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করবেন। বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন।

পরে দিন বুধবার পদ্মা সেতু পরিদর্শনে যাবেন ভুটানের রাজা। এরপর বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে যাবেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে।

কুড়িগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করতে পরদিন বৃহস্পতিবার সকালে বিমানে ঢাকা ত্যাগ করবেন ভুটানের রাজা। 

কুড়িগ্রামের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে সোনাহাট স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। সেখানে গার্ড অব অনার দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিদায় জানাবেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।