চিরকুটে মোবাইল ফোন নম্বর লিখে বৈদ্যুতিক মিটার চুরি

Looks like you've blocked notifications!
নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি

চিরকুটে যোগাযোগের জন্য  মোবাইল ফোন নম্বর লিখে বিভিন্ন গ্রাম থেকে ১০ বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে নাটোরের লালপুর উপজেলার চাঁদপুর, কলসনগর, সাতপুকুরিয়া, ভবানীপুর, কালুপাড়া,শালেশ্মর ও বিভাগ গ্রামে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনাগুলো ঘটে।

রেখে যাওয়া ওই নম্বরে যোগাযোগের করলে ভুক্তভোগীদের কাছে টাকা দাবি করে চোর চক্র। অনেকটা ফিল্মি স্টাইলে চুরির এসব ঘটনা ঘটলেও তৎপরতা নেই আইনশৃঙ্খলা বাহিনীর।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানিয়েছেন তাঁর কাছে কোনো অভিযোগই আসেনি।

এসব গ্রামের আমিরুল ইসলাম (৪০), বাচ্চু বিশ্বাস (৪৫), আব্দুল লতিফ (৩৫), সেকান্দার আলী,  আব্দুর রহমান, মিজানুর রহমান, মুক্তার আলী, খোয়াজ হাজি ও আমির স-মিল, রাইসমিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লাগানো হাই ভোল্টের বৈদ্যুতিক রিডিং মিটার চুরি করে নিয়ে যায় দুবৃর্ত্তরা।

চুরি হওয়া মিটারের ফাঁকা জায়গায় একটি চিরকুট লিখে যায় তারা। তাতে লেখা ছিল ‘এই মিটার নিতে হলে মোবাইল নং- ০১৯৪০-৯৭৪৮৯৭ এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন। সকালে মিটার চুরি হয়ে যাওয়ার স্থান থেকে প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ওই মিটারের জন্য আট হাজার টাকা বিকাশ করলে মিটার ফেরত দেওয়ার কথা জানায় দুর্বৃত্তরা। 

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, 'মিটার চুরির অভিযোগ আসেনি আমার কাছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’