স্বাধীনতা দিবসে বঙ্গভবনের সংবর্ধনায় ভুটানের রাজা ও রানি

Looks like you've blocked notifications!
স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে (বাম থেকে) ভুটানের রানি জেৎসুন পেমা, রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ। বাসসে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার স্ত্রী ড. রেবেকা সুলতানা আজ মঙ্গলবার (২৬ মার্চ) বঙ্গভবনে দেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেন। বাংলাদেশ সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ও রানী জেটসুন পেমাক ‍উপস্থিত ছিলেন। 

স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে ভুটানের রাজা চার দিনের সরকারি সফরে বাংলাদেশে রয়েছেন। বিকাল ৫টার দিকে তিনি বঙ্গভবনের লনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনায় প্রায় দুই হাজার ৬০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ভুটানের রাজা জিগমে খেসার, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ভুটানের রানী সবুজ মাঠের পূর্বদিকে ভিভিআইপি এনক্লোজারে রাখা একটি কেক কাটেন। তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং একটি ফটো সেশনে অংশ নেন।

এ ছাড়া তারা অনুষ্ঠানে আহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সংবর্ধনা শেষে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।

এর আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এম সাইফুল কবির।