বুকের ব্যথা সহ্য করতে না পেরে রিকশাচালকের আত্মহত্যা!

Looks like you've blocked notifications!
ঢামেক হাসপাতাল। এনটিভির ফাইল ছবি

রাজধানীর মগবাজারে জয়নাল আবেদিন (৪৬) নামে এক ব্যক্তি বুকের ব্যথা সহ্য করতে না পেরে নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মগবাজার মধুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জয়নালকে মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান।’

হাসপাতালে আসা জয়নালের ভাতিজা মোতালেব হোসেন গণমাধ্যমকে জানান, তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামে। বর্তমানে মগবাজার মধুবাগ এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন জয়নাল। পেশায় তিনি রিকশাচালক ছিলেন। তিন বছর ধরে অসুস্থ ছিলেন জয়নাল।

মোতালেব আরও জানান, রিকশা চালাতে পারতেন না জয়নাল। স্ত্রী বাসাবাড়িতে কাজ করে যে কয় টাকা পেতেন, তা দিয়েই সংসার চলতো। জয়নালকে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে বলেছে, তার হার্টে ব্লক আছে। বুকে প্রচণ্ড ব্যথা ছিল জয়নালের। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে পূর্ণাঙ্গ চিকিৎসা করাতে না পেরে ব্যথা আরও বেড়ে যায়।

মোতালেব জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বুকের ব্যথা সহ্য করতে না পেরে জয়নাল একটি ছুরি দিয়ে নিজের পেটে নিজেই আঘাত করেন। পরে তাকে দ্রুত মগবাজারের কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘জয়নালের বুকে ছুরির আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’