৯৯৯-এর কল পেয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রাজধানীর তেজগাঁও থেকে বিদেশগামী এক ব্যক্তির টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। আজ বুধবার (২৭ মার্চ) সকালে তেজগাঁও থানার বিজয় সরণি মোড়ের কলমিলতা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনের নাম রাজু ও নাজমুল।

মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তার দুজনই পেশাদার ছিনতাইকারী। উভয়ের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার মধ্যে রাজু একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তারা মূলত নিম্নবিত্ত বিদেশগামী যাত্রীদের টার্গেট করতেন। যারা শ্রমিক হিসেবে কাজের জন্য মধ্যপ্রাচ্যে যান তারাই এদের মূল টার্গেট। এসব মানুষ সাধারণত সহজ-সরল হয়ে থাকেন। তাই তারা আসার সাথে সাথেই প্রথমে তাদের পুলিশ পরিচয়ে আটকাতেন রাজু ও নাজমুল।

মোহাম্মদ মহসিন বলেন, এরপর ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিতেন। এই ছিনতাইকারী চক্রটি সাধারণত ৫০০ বা ১০০০ এমন স্বল্প পরিমাণ টাকা ছিনতাই করতো। এর কারণ অল্প টাকা ছিনতাই করলে ভুক্তভোগীরা আর অভিযোগ করতেন না।

মোহাম্মদ মহসিন বলেন, আজ সকালে আল আমিন নামে একজন সৌদি আরবগামী ব্যক্তি মেডিকেল পরীক্ষার জন্য ঢাকায় আসেন। এ সময় পুলিশ পরিচয়ে তাকে একটি সিএনজিতে তোলে রাজু ও নাজমুল। পরে তার কাছে থাকা বারো হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এ সময় আল আমিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে আটক করে। পরে ৯৯৯-এ ফোন করলে তেজগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে তেজগাঁও থানায়  মামলা  হয়েছে।