নারায়ণগঞ্জ থেকে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ থেকে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও বন্দর এলাকা থেকে ইজিবাইক চোরচক্রের অন্যতম মূলহোতা মাসুদুর রহমান শামীমসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গতকাল মঙ্গলবার গ্রেপ্তারের সময় দুটি মোটরসাইকেল ও চুরি করা ১৪টি ইজিবাইক জব্দ করা হয়।

আজ বুধবার (২৭ মার্চ) কেরাণীগঞ্জে র‌্যাব-১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন আব্দুল্লাহপুর চরেরগাঁও এলাকায় বসবাসকারী শুক্কুর (২৮)। তিনি দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের সিরাজদীখান ও ঢাকার কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো শুক্কুর তার ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহণের জন্য গত সোমবার রাতে বের হন। পথেরমধ্যে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকা থেকে অজ্ঞাতনামা দুজন মোটরসাইকেল আরোহী শুক্কুরকে কেরাণীগঞ্জের ঝিলমিল প্রকল্পের পার্শ্ববর্তী পাসপোর্ট অফিসের সামনে যাওয়ার কথা বলে শুক্কুরের ইজিবাইকটি ভাড়া করেন।

ফরিদ উদ্দিন বলেন, তারপর শুক্কুর অজ্ঞাত অপর ব্যক্তিকে নিয়ে ঝিলমিল প্রকল্পের পার্শ্ববর্তী পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে সেখানে দুজন মোটরসাইকেল আরোহীদের দেখতে পায়। পরবর্তীতে তারা তিনজন একত্রিত হয়ে ইজিবাইক চালক শুক্কুরকে চাকু ঠেকিয়ে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনার পর শুক্কুর তার ইজিবাইকটি হারিয়ে নিরুপায় হয়ে র‌্যাবের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন।

ফরিদ উদ্দিন আরও বলেন, পরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল শুক্কুরের ইজিবাইকটি উদ্ধার ও ইজিবাইক চোর চক্রটির ৫ জনকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মারুয়াদী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুদুর রহমান শামীম (৩৫), রাজিব হোসেন (৩৪), আব্দুল মান্নান (৪০), ইকবাল হোসেন (৪০), আব্দুল হান্নান (৪৫)। এ সময় তাদের কাছ থেকে তিনটি ইজিবাইক উদ্ধার করা হয়।

ফরিদ উদ্দিন বলেন, মাসুদুর রহমান ইজিবাইক চোর চক্রটির মূলহোতা। তিনি রাজিব, হান্নান, ইকবাল, মান্নান ও পলাতক অন্যান্য আসামিদের নিয়ে একটি ইজিবাইক চোরচক্র গড়ে তোলেন। তারা মাসুদুর রহমানের নেতৃত্বে প্রায় দুই বছর ধরে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা হতে ইজিবাইক চুরি করে আসছিল। তারা প্রতি মাসে বিভিন্ন এলাকা হতে ১০ থেকে ১৫টি ইজিবাইক চুরি করত।