সাভারে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ

Looks like you've blocked notifications!
সাভার পৌরসভার উলাইলে আজ শনিবার ভোরে ডিপজল পাইকারি মৎস্য বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা মাছ জব্দ করা হয়। ছবি : এনটিভি

রাজধানী ঢাকার অদূরে সাভার পৌরসভার উলাইলে আজ শনিবার (৩০ মার্চ) ভোরে ডিপজল  পাইকারি মৎস্য বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সাভার মডেল থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকার। খবর পেয়ে মৎস্য আড়তে ছুটে যান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুলচন্দ্র। তিনি জানান, জাটকা ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে বিভিন্ন আড়তে বিক্রির সময় ছয় জনকে হাতেনাতে আটক করা হয়। আটকৃত মৎস্য ব্যবসায়ীরা হলেন, রিপন, হাসান, আব্দুল কুদ্দুস, রুবেল, দেলোয়ার হোসেন ও মানিক।

অভিযানে প্রায় ১২০০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ ১৩টি এতিমখানায় বিতরণ করা হয়। এ ব্যাপারে সাভার মডেল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।