ভাঙ্গা থেকে রূপদিয়ায় ১২০ কিমি বেগে পরীক্ষামূলক ট্রেন চলাচল

Looks like you've blocked notifications!
ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় শনিবার সকালে। ছবি : এনটিভি

ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত স্পেশাল ট্রায়াল ট্রেনের গতি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (৩০ মার্চ) সকাল পৌনে ৯টায় ট্রেনটি রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যায় ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশন থেকে। এ যাত্রায় ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে চলে।

এরপর ট্রেনটি আবার ভাঙ্গা জংশন স্টেশনে ফিরে আসবে এবং দুপুরে দ্বিতীয়বারের মতো যশোরের উদ্দেশে রওনা দেবে। আজ ট্রেনটি দুবার পরীক্ষামূলক চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

আজই প্রথমবার এই রুটে ট্রেনের গতির ট্রায়াল হচ্ছে। এ সময় ট্রেনে কয়েকজন স্থানীয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী হিসেবে রয়েছেন।

ভাঙ্গা রেলস্টেশন সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার সকালে ট্রেনটি আবারও যশোরের উদ্দেশে ভাঙ্গা থেকে রওনা করবে বলে জানা গেছে।