পাঁচ বছরের শিশু আপহরণ, গ্রেপ্তার ৩

Looks like you've blocked notifications!
হ্যান্ডকাফের ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মোজাহিদ নামে রিকশা গ্যারেজের এক মালিকের পাঁচ বছর বয়সী ছেলেকে অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের গতকাল শুক্রবার দিনগত রাতে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিকাশে নেওয়া টাকা উদ্ধার করা হয়।

আজ শনিবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিসি এইচএম আজিমুল হক।

আজিমুল হক বলেন, শেরেবাংলা নগরের বিএনপি বস্তি থেকে গত ২৮ মার্চ শিশুটিকে অপহরণ করা হয়। অপহরণের পর শিশুটির পরিবারকে ফোন দিয়ে ৬০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী শিশুটির পরিবার বিকাশে কিছু টাকাও পাঠায়। কিন্তু, তারা আরও টাকা দাবি করেন। পরে শিশুটির বাবা বিষয়টি থানায় অবগত করেন। এরপর ১২ ঘণ্টা চেষ্টা চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আজিমুল হক আরও বলেন, অপহরণের নেপথ্যে ছিলেন একজন রিকশাচালক। তিনি শিশুটির বাবার গ্যারেজেই থাকতেন। শিশুটি সুস্থ আছে। তাকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ।