শেরপুরে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
শিশু অপহরণ ও ধর্ষণ মামলার আসামি সাকিবকে গ্রেপ্তার করা হয়। ছবি : এনটিভি

শেরপুরের নকলা উপজেলার শিশু অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি সাকিবকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার (৩০ মার্চ) বিকালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাকিবের বাড়ি নকলা উপজেলা বাদাগৈড় এলাকায়।

র‌্যাব-১৪ জামালপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি) কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি সাকিব ভাতিজি সম্পর্কে এক শিশুকন্যাকে ভালো পোশাক ও খাবারের লোভ দেখিয়ে অপহরণ করে। পরবর্তীতে তাকে নকলার বাদগৈড় এলাকার একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে সাকিব। এ ঘটনায় ওই শিশুকন্যার আরেক চাচা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পরই সাকিব আত্মগোপনে চলে যায়। র‌্যাব তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাকিবকে শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলার তাহিরপুর বাজার থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে নকলার থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম বলেন, ‘গ্রেপ্তারকৃত সাকিবকে হেফাজতে নেওয়ার জন্য নকলা থানা পুলিশের একটি দল সুনামগঞ্জের তাহিরপুর গেছে। তাকে নিয়ে আসার পর আদালতে সোপর্দ করা হবে।’