ঈদে অভ্যন্তরীণ ফ্লাইট বৃদ্ধি করেছে বিমান

Looks like you've blocked notifications!
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি

ঈদে অভ্যন্তরীণ রুটে  বিমানে চড়তে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। ঢাকা থেকে সৈয়দপুরের ভাড়া সাড়ে ছয় হাজার টাকা। তবে, ঈদের আগে ৭, ৮ ও ৯ এপ্রিলে এই ভাড়া দাঁড়াবে সাড়ে ৮ থেকে ১০ হাজার পর্যন্ত। এই পথে চলাচলকারী উড়োজাহাজ সংস্থাগুলোর ঈদযাত্রার অধিকাংশ ফ্লাইটের ৮০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। আর বিমান কর্তৃপক্ষ বলছে, যাত্রীর চাহিদা থাকায় এসব রুটে বিমানের ফ্লাইট বৃদ্ধি করা হয়েছে। ঈদের পর ফিরতি ফ্লাইটের অধিকাংশ টিকিটও বিক্রি হয়েছে। তবে, অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এনটিভি অনলাইনকে বলেন, ঈদের আগে বিমানের ফ্লাইটগুলোর ৮০ শতাংশ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। সৈয়দপুর ও রাজশাহী পথে টিকিটের চাহিদা বেশি থাকায় অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঈদের পর বিমানের ফিরতি ফ্লাইটের অধিকাংশ টিকিট বিক্রি হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে না।

বিমানের ওয়ব সাইটে দেখা যায়, আগামী ৭ এপ্রিলের ঢাকা থেকে সৈয়দপুর পথে উড়োজাহাজের টিকিটের সর্বনিম্ন দাম সাড়ে ছয় হাজার টাকা। তবে, এই ফ্লাইটে টিকিট অবিক্রীত আছে মাত্র একটি। এয়ার অ্যাস্ট্রা, নভোএয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস বাংলার টিকিটের দাম কমবেশি সাড়ে ছয় থেকে ৯ হাজারের মধ্যে। সাধারণ সময়ে এই গন্তব্যে টিকিটের দাম তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যেই থাকে। ঢাকা থেকে রাজশাহীর ৭ এপ্রিলের টিকিটের সর্বনিম্ন ভাড়া সাড়ে ছয় হাজার। পরদিন ৮ এপ্রিলের ভাড়া সর্বনিম্ন সাড়ে সাত থেকে ১০ হাজার টাকা। কোনো উড়োজাহাজ সংস্থারই এদিনের রাজশাহী রুটের টিকিট খুব বেশি অবিক্রীত নেই। তবে, ঈদযাত্রায় চট্টগ্রাম ও সিলেট রুটের ফ্লাইটের টিকিট তুলনামূলক বেশি অবিক্রীত আছে। যদিও দাম সাধারণ সময়ের চেয়ে বেশি। এই রুটের তিন হাজার থেকে তিন হাজার ২০০ টাকার টিকিট এখন কিনতে খরচ হবে সাড়ে চার থেকে ছয় হাজার টাকা।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটসমূহ পরিচালিত হবে।

আজ রোববার (৩১ মার্চ)  বিমানের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে এসকল অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়াও সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীগণ বিমানের বৃহদাকার উড়োজাহাজসমূহে ভ্রমণ করতে পারবেন।   

সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট ক্রয় করতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BGDEAL24 ব্যবহার করে মূল ভাড়ার উপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

টিকিটের চাহিদা থাকায় অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে এসব ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া সিলেট ও চট্টগ্রাম রুটের বিমানের বড় আকারের উড়োজাহাজ থাকায় অতিরিক্ত ফ্লাইট দেওয়া হয়নি।