দেশি-বিদেশি অপশক্তি যৌথভাবে দেশে বহুমুখী আগ্রাসন চালাচ্ছে : ইশরাক

Looks like you've blocked notifications!
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজ রোববার জজকোর্ট আইনজীবী সমিতি সংলগ্ন হোটেল অন্নপূর্ণায় কোতায়ালী থানা বিএনপির ৭নং ওয়ার্ড আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন। ছবি : বিএনপির মিডিয়া সেল

দেশি ও বিদেশি অপশক্তি যৌথভাবে বাংলাদেশে বহুমুখী আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, রাষ্ট্র চরম সংকট মোকাবিলা করছে। ক্ষমতাসীনরা তাদের বিদেশি প্রভুর সঙ্গে মিলিত হয়ে সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সীমান্তে আগ্রাসন চালাচ্ছে। 

আজ রোববার (৩১ মার্চ) জজকোর্ট আইনজীবী সমিতি সংলগ্ন হোটেল অন্নপূর্ণায় কোতায়ালী থানা বিএনপির ৭নং ওয়ার্ড আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে ইশরাক এসব কথা বলেন। 

ইশরাক বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ভারতীয় অপসংস্কৃতি চালু করা হয়েছে। শিক্ষাঙ্গনে মাদক ও সন্ত্রাসের  রাজত্ব কায়েম করেছে সরকাদলীয় ছাত্র সংগঠন। পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বিকৃত করে জাতিকে মেধাশূন্য করার সুদূরপ্রসারী চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশকে ভারতীয় পণ্যের স্থায়ী বাজার হিসাবে প্রতিষ্ঠার করতে গিয়ে বাংলাদেশের কৃষি ও শিল্প কলকারখানা বঞ্চিত হচ্ছে। কৃষি পণ্য সংরক্ষণ করতে কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং পণ্য পরিবহণে সরকারদলীয় চাঁদাবাজদের দৌরাত্ম্য রোধ করতে ব্যর্থ হয়েছে সরকার। এফবিসিসিআইয়ের বাবসায়ীরা অভিযোগ করেছেন, খোদ এমপি-মন্ত্রীরা ভারত থেকে বাংলাদেশে পণ্য চোরাচালানের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এরই বাজার সিন্ডিকেট করে জনগণের অর্থ লুটে নিচ্ছে।