মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন

আমদানি ও রপ্তানি পণ্যে যুক্ত হচ্ছে সেবা

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার তাঁর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন। ছবি : পিআইডি

আমদানি ও রপ্তানি আইনে ‘সেবাখাত’ যুক্ত হচ্ছে। এ সংক্রান্ত আমদানি ও রপ্তানি আইন, ২০২৪ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত এ আইনের খসড়ায় সেবা আমদানি ও রপ্তানি করতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমোদন নেওয়ার বিধান যুক্ত করার কথা বলা হয়েছে।

আজ সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন আইন অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

সচিব বলেন, আমাদের দেশে বর্তমানে আমদানি ও রপ্তানি সংক্রান্ত বিষয়গুলো ১৯৫০ সালের আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুরোনো এ আইনটি সংশোধন করে হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ খসড়ায় সেবাখাতও যুক্ত করা হয়েছে।

এছাড়াও আজকের মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০২৪ এবং পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ এর খসড়ার নীতিগত ও চুড়ান্ত অনুমোদ দেওয়া হয়েছে।