ঈদযাত্রায় যানজট নিরসনে ব্যবহার করা হবে ড্রোন 

Looks like you've blocked notifications!
ছবি : স্টারটেক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফিরবেন মানুষ। নাড়ির টানে বাড়ি ফেরাদের পথে যানজটের ধকল মুক্ত রাখতে সোচ্চার মনিটরিং কমিটি। এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবার যানজট পর্যবেক্ষণে থাকছে ড্রোন। এ ছাড়া যানজট নিরসনে সড়ক ও মহাসড়ক বিভাগ কর্তৃক চিহ্নিত স্পটে সিসি ক্যামেরা স্থাপন করে যানজট পরিস্থিতি মনিটর করবেন। 

আজ সোমবার (১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আসন্ন ঈদুল ফিতরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থতি পর্যালোচনা, ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে বৈঠক হয়। সেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি যানজট নিরসনে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সেখানে এসব তথ্য জানান। বলেন, সারা দেশ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবেন সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। একইসঙ্গে তৈরি পোশাক শিল্প কারখানার শ্রমিকদের বেতন ভাতা যথাসময়ে পরিশোধের বিষয়ে কারখানা মালিকদের আহ্বান জানানো হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহণ করা যাবে না। করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যানজট নিরসনে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্থায়ী ক্যাম্প স্থাপন করে মনিটর করবেন। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, র‌্যাব, জেলা পুলিশ সমন্বয় করে কাজ করবেন। যানজট নিরসনে সড়ক ও মহাসড়ক বিভাগ কর্তৃক চিহ্নিত স্পটে সিসি ক্যামেরা স্থাপন করে যানজট পরিস্থিতি মনিটর করবেন। এরইমধ্যে বিভিন্ন সড়কে স্থায়ী ক্যামেরা স্থাপন করা হয়েছে। মহাসড়কে নির্দিষ্ট স্থানে যানজট প্রবণ এলাকায় র‌্যাকার থাকবে। ড্রোন ব্যবহার করা হবে।