বগুড়া শহরের বহুতল মার্কেটে আগুন

আজ মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের একটি বহুতল মার্কেটের ষষ্ঠতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি
বগুড়া শহরের একটি বহুতল মার্কেটের ষষ্ঠতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে শহরের সাতমাথার কাছে মেরিনা নদীবাংলা ওষুধ মার্কেটের ছয়তলায় এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বগুড়ার সহকারী পরিচালক মনজিল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে বগুড়ার পাঁচটি উপজেলা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসেছে। আমরা ভেতর থেকে কাজ করছি। আগুন নিয়ন্ত্রণে নিয়েছি। তবে কীভাবে আগুন লেগেছে বিস্তারিত পরে বলা যাবে।