ডিএমপি কমিশনারের সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

Looks like you've blocked notifications!
ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল। ছবি : এনটিভি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধি দল।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে ডিএমপি কমিশনারের কার্যালয়ে ঢাকার মার্কিন দূতাবাসের এফবিআইয়ের অ্যাসিসটেন্ট লিগ্যাল অ্যাটাচ রবার্ট জে ক্যামেরন ও পুলিশ লিয়াজোঁ স্পেশালিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বাংলাদেশ ও মার্কিন পুলিশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে উভয় পক্ষের সহযোগিতা অব্যাহত রাখা বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ, অংশীদারত্বের মাধ্যমে পুলিশ সার্ভিসকে এগিয়ে নেওয়া, পেশাগত মানোন্নয়নে একে অপরকে সহযোগিতা এবং সার্বিক নিরাপত্তা ও কর্মপরিকল্পনার অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।