সুপ্রিম কোর্ট বারে ‘বেআইনি স্থাপনা’ নির্মাণ বন্ধে প্রধান বিচারপতির চিঠি

Looks like you've blocked notifications!
হাইকোর্ট। এনটিভির ফাইল ছবি

সুপ্রিম কোর্ট অ্যানেক্স বার বিল্ডিংয়ের পেছনে বেআইনিভাবে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করতে আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে চিঠি পাঠানো হয়েছে। আজ বুধবার (৩ এপ্রিল) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২২-২০২৩ সালের নির্বাচিত কমিটি তাড়াহুড়া করে নিয়ম বহির্ভূতভাবে অ্যানেক্স বিল্ডিংয়ের পেছনে ১০ ফুট ও ৩০ ফুট জায়গায় ছয় তলাবিশিষ্ট একটি বিল্ডিং তৈরির কাজ শুরু করে। পরে বারের আইনজীবীরা সভাপতি ও সম্পাদককে এ বিষয়ে আপত্তি জানালে তারা কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে পুনরায় কাজ করার অনুমতি দেন।

এতে আরও বলা হয়, অ্যানেক্স বিল্ডিংয়ের পেছনে ছয় তলাবিশিষ্ট বিল্ডিং তৈরি হলে ১৫০টি রুমের জানালাগুলো বন্ধ হয়ে আলো-বাতাস প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। ফলে কাজের সুষ্ঠু পরিবেশ বিঘ্নসহ বিজ্ঞ আইনজীবীরা মারাত্মকভাবে শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হবেন। এমতাবস্থায়, এই নির্মাণকাজ বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।