ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আর্থিক জরিমানা ও কারাদণ্ড

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মামলায় মোট ১০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দেউলভোগ ও ষোলঘর এলাকায় এ অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ।

এ সময় দেউলভোগ মৎস্য ও পশুখাদ্য আইনের আওতায় এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ষোলঘর বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আড়িয়ল বিল এলাকায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে জরুরি অভিযান পরিচালনা করা হয়েছে। বেশকিছু মাটিবাহী ট্রলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।