নীলফামারীতে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

Looks like you've blocked notifications!
নীলফামারীর জলঢাকায় আজ বৃহস্পতিবার ব্যাটারিচালিত চলন্ত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের ভিড়। ছবি : এনটিভি

নীলফামারীর জলঢাকায় ব্যাটারিচালিত চলন্ত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাবেয়া বেগম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. সবুজ ইসলামের স্ত্রী।

স্থানীয়রা ও পরিবার জানায়, মীরগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পার এলাকায় পৌঁছালে অসাবধানতায় ওড়না চাকায় জড়িয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় রাবেয়া। পরে তাকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’