শ্রমিক-কর্মচারী ও সাবেক বনদস্যুদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

Looks like you've blocked notifications!
মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন চত্বরে শ্রমিক-কর্মচারীদের হাতে ঈদ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

মোংলা বন্দরে জাহাজে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন চত্বরে শ্রমিক-কর্মচারীদের হাতে এ ঈদ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিন হাজার ১৫০ জনের প্রত্যেককে দেওয়া হয় চাল, ডাল, চিনি, আলু, লবণ, সেমাই, দুধ ও মাংস কেনার জন্য নগদ টাকা। 

এ সময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম কিবরিয়া হক, মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, উপদেষ্টা এস এম মোস্তাক মিঠু, বন্দর ব্যবহারকারী শেখ আব্দুস সালাম, মো. মহসিন, আফছার উদ্দিন রতন, মশিউর রহমান, মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু প্রমুখ। 

বন্দর ব্যবহারকারী সৈয়দ জাহিদ হোসেন ও এস এম মোস্তাক মিঠু বলেন, মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য তাদের পক্ষ থেকে এ উপহার সামগ্রী দেওয়া হয়েছে। মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশন সব সময়ই শ্রমিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান তাঁরা। 

এদিকে একই দিনে বন্দর জেটিতে কর্মরত সিঅ্যান্ডএফ শ্রমিক-কর্মচারী ও সুন্দরবনে সাবেক বনদস্যু পরিবারের মধ্যেও বিতরণ করা হয় ঈদ খাদ্য সামগ্রী। পৃথক এ অনুষ্ঠানে সিঅ্যান্ডএফ নেতা ও র‍্যাবের কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।