থানচি ও আলীকদমে ফের কেএনএফের তাণ্ডব

Looks like you've blocked notifications!
বান্দরবানের থানচি এলাকা। ফাইল ছবি

বান্দরবানের থানচি ও আলীকদমে ফের পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তাণ্ডব চালিয়েছে। থানচির পর বৃহস্পতিবার (৪ এপ্রিল) মধ্যরাতে থানচি-আলীকদম সড়কের ডিমপাহাড় এলাকায় নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে দেয় সশস্ত্র সংগঠনটি। তবে আজ শুক্রবার সকাল পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত থেমে থেমে দুই ঘণ্টার বেশি সময় থানচি বাজারে গোলাগুলির শব্দ শোনা গেছে। পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২০০ জনের বেশি অস্ত্রধারী সন্ত্রাসী থানচি বাজার ঘেরাও করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। অস্ত্রধারীদের মধ্যে নারীরা সংখ্যায় বেশি ছিল। একপর্যায়ে কেএনএফ পুলিশের থানচি থানা ঘেরাও করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক গুলি বিনিময় হয়। প্রচণ্ড গোলাগুলির শব্দে আতঙ্কে জনশূন্য হয়ে পড়ে থানচি উপজেলা বাজারসহ আশপাশের এলাকাগুলো।

এদিকে, থানচিতে তাণ্ডব চালানোর পর কেএনএফ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা থানচি-আলীকদম সড়কের ডিমপাহাড় এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের ব্যারিকেড ভেঙে ফেলে। তিনটি জিপ গাড়িতে করে সশস্ত্র কেএনএফ সন্ত্রাসীরা আলীকদমের পথে ছুটে যায়। তারা রাত আড়াইটা পর্যন্ত ডিমপাহাড় সড়কে অবস্থান করেছিল। খবর পেয়ে থানচি-আলীকদম সড়কের ২২ কিলোমিটার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, ‘আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকায় গোলাগুলির খবর পেয়েছি।’

আজ শুক্রবার বেলা ১১টায় বান্দরবানের মেঘলায় র‍্যাব কার্যালয়ে সোনালী ব্যাংকের অপহৃত ব্রাঞ্চ ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার নিয়ে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে বাহিনীটির।