রাষ্ট্রপতির কাছে পর্তুগাল ও বাহরাইনের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

Looks like you've blocked notifications!
বঙ্গভবনে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পর্তুগালের নবনিযুক্ত রাষ্ট্রদূত জোয়াও রিবেইরো দে আলমেদা পরিচয়পত্র পেশ করেন। ছবি : ফোকাস বাংলা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পর্তুগাল ও বাহরাইনের নবনিযুক্ত রাষ্ট্রদূতরা পরিচয়পত্র পেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বঙ্গভবনে নবনিযুক্ত দুই রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন তিনি।

অনাবাসিক রাষ্ট্রদূতরা হলেন—পর্তুগালের জোয়াও রিবেইরো দে আলমেদা ও বাহরাইনের আবদুল রহমান মোহাম্মদ আলগাউদ।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহু পাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ। বর্তমান প্রেক্ষাপটে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পারস্পরিক ও বহু পাক্ষিক সহযোগিতার কোনো বিকল্প নেই।’

বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে বিদ্যমান সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি পারস্পারিক সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।

বঙ্গভবনে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাহরাইনের আবদুল রহমান মোহাম্মদ আলগাউদ পরিচয়পত্র পেশ করেন। ছবি : ফোকাস বাংলা

সাক্ষাৎকালে পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। রাষ্ট্রদূতরা তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের শান্তিপ্রিয় ও দক্ষ কর্মীদের অবদান তুলে ধরেন।

নতুন রাষ্ট্রদূতরা বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস অশ্বারোহী দল তাদের ‘গার্ড অব অনার’ প্রদান করে।