ফেনীতে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ২

Looks like you've blocked notifications!
ফেনীতে শুক্রবার ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে। ছবি : ফোকাস বাংলা

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনীর মুহুরীগঞ্জে এলাকায় ট্রেনের সঙ্গে একটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন বালুমহাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারাকা গ্রামের আবুল হাওলাদারের ছেলে ট্রাকচালক মো. মিজান (৩২) এবং অপরজন কুমিল্লা জেলার লাকসাম মনোহরপুরের আমির হোসেনের ছেলে আবুল খায়ের (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী একটি মেইল ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকটির ধাক্কা লাগে। ট্রেনের সঙ্গে সংঘর্ষে ট্রাকটি অন্তত দেড়শ মিটার সামনে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গেইটম্যান মো. সাইফুলের দায়িত্ব অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেন অতিক্রম করার সময় তিনি সেখানে ছিলেন না। ঘটনার পর থেকে সাইফুল পলাতক রয়েছে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুহুরীগঞ্জ এলাকায় বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জাকির হাসান বলেন, ‘বালুবাহী ট্রাক রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’