রুমা-থানচিতে কেএনএফের তাণ্ডব : ৪ মামলা

Looks like you've blocked notifications!

বান্দরবানের রুমা ও থানচিতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের একের পর এক তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয় বাসিন্দারা। এদিকে রুমা-থানচিতে ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় আজ শুক্রবার (৫ এপ্রিল) চারটি মামলা করেছে পুলিশ। এরমধ্যে রুমা থানায় তিনটি এবং থানচি থানায় একটি মামলা হয়েছে। চার মামলাতেই আসামিরা অজ্ঞাত।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, রুমা-থানচিতে লুট-তাণ্ডবের ঘটনায় চারটি মামলা করা হয়েছে। মামলাগুলোতে আসামি অজ্ঞাত পরিচয়। আইনশৃঙ্খলা বাহিনী সিসি ক্যামেরার ফুটেজ, ফিঙ্গারপ্রিন্ট এবং প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত এসব মামলায় কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত থেমে থেমে থানচি বাজারে গোলাগুলির ঘটনা ঘটেছে। কেএনএফের  দুই শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী থানচি বাজার ঘেরাও করে এলোপাতাড়ি গুলি করে তাণ্ডব চালায়। থানচিতে তাণ্ডব চালানোর পর কেএনএফ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা থানচি-আলীকদম সড়কের ডিমপাহাড় এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের ব্যারিকেটও ভেঙে ফেলে। তিনটি জিপ গাড়িতে করে কেএনএফ সন্ত্রাসীরা আলীকদমের পথে ছুটে যায়। তারা রাত আড়াইটা পর্যন্ত ডিমপাহাড় সড়কে অবস্থান করছিল। খবর পেয়ে থানচি-আলীকদম সড়কের ২২ কিলোমিটার এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

বিষয়টি নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডবের ঘটনায় থানচি বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দোকানপাট খুললেও লোকজনের উপস্থিতি কম। সার্বিক পরিস্থিতি বিবোচনায় থানচিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।