গাড়ির মালিকানা পরিবর্তন ও লাইসেন্স নবায়নের কথা বলে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৭

Looks like you've blocked notifications!
গাড়ির মালিকানা পরিবর্তন ও লাইসেন্স নবায়নের কথা বলে অর্থ আত্মসাৎ চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : এনটিভি

গাড়ির মালিকানা পরিবর্তন, লাইসেন্স নবায়নসহ বিভিন্ন কাজের কথা বলে গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী দালাল চক্রের মূলহোতা অন্তরসহ (২৫) সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাফরুলের সেকশন-১৩ বিআরটিএ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (৫ এপ্রিল) র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অন্তর খান (২৫), সাজ্জাতুল ইসলাম তুষার (৩০), রিয়াদ খান (২০), পিন্টু ব্যাপারী (৩০), দুলু মিয়া (২১), জহির মোল্লা (২৮) ও রফিকুল ইসলাম ওরফে রুবেল (৩০)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন বিআরটিএ এলাকায় চুক্তির মাধ্যমে বিভিন্ন জেলা থেকে আসা লোকজনের কাছ থেকে গাড়ির মালিকানা পরিবর্তন, ফিটনেস, ট্যাক্স টোকেন, গাড়ির রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ফির কথা বলতো। এরপর বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছিল।

র‌্যাব জানায়, এই চক্রের মূলহোতা মো. অন্তর খান। অন্যান্য সহযোগীদের সহায়তায় তিনি সাধারণ জনগণকে প্রতারণার ফাঁদে ফেলে গাড়ির রেজিস্ট্রেশনের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।