কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির বিক্ষোভ

Looks like you've blocked notifications!
কামরাঙ্গীরচরে ‘জন্মভূমি রক্ষা কমিটি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ছবি : এনটিভি

কামরাঙ্গীরচরে ১০৪ ফুট রাস্তা ও সিভিডি প্রকল্প বাতিলের দাবিতে ‘কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি’ ও ৫৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। আজ শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে কামরাঙ্গীরচর এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তারা এলাকার বসতবাড়ি উচ্ছেদ করে প্রকল্প বাস্তবায়নের প্রতিবাদ জানান। ঢাকা সিটি করপোরেশনের এই ধরনের প্রকল্প বাস্তবায়ন হতে দেবে না বলেও জানিয়ে দেন বিক্ষোভ সমাবেশের বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন হাজি সালাউদ্দিন। বক্তব্য দেন কামরাঙ্গীরচর ৫৭ নং ওয়ার্ড কমিশনার সাইদুল মাদবর, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক হাজি সোলেমান মাদবর, হাজি শহিদুল্লাহ, মিলন মাদবর, মামুন আহমেদ, হাবিল সিকদার, হাজি সোহরাব, হাজি হানিফ প্রমুখ ।

বক্তারা কামরাঙ্গীরচরের ৫৭ নং ওয়ার্ডে ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে নেওয়া ১০৪ ফুট রাস্তা ও সিপিডি প্রকল্প বাতিলের দাবি জানান। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। এই প্রকল্প বাস্তবায়ন হলে তাদের বসতভিটা থেকে উচ্ছেদ হতে হবে। তাই এলাকাবাসী অবিলম্বে এই ধরনের প্রকল্প থেকে সরে দাঁড়ানোর জন্য সিটি করপোরেশনের মেয়রের প্রতি আহ্বান জানান। অন্যথায় এলাকাবাসী তাদের জন্মভূমি রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিতে বাধ্য হবে।