ডিএমপিতে দুই উপ-পুলিশ কমিশনারকে পদায়ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গতকাল শনিবার (৬ এপ্রিল) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়। পদায়ন করা কর্মকর্তারা হলেন, ডিএমপির উপ-কমিশনার (ডেভেলপমেন্ট বিভাগ) জসিম উদ্দিন ও সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া।
এক্ষেত্রে ডিএমপির উপ-কমিশনার (ডেভেলপমেন্ট বিভাগ) জসিম উদ্দিনকে সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগে এবং সেখানকার উপ-কমিশনারের দায়িত্ব পালন করা মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়াকে ডিএমপির উপ-কমিশনার (ডেভেলপমেন্ট বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
আব্দুল্লাহ আল জায়েদ ও জাবেদ বলেন,পিএইচপি কোরআনের আলো সফলতার সাথে ১৫ বছর শেষ করে ১৬ তম আসরকে তার স্বপ্ন দিয়ে সাজিয়েছিলেন আমার বাবা আবু ইফসুফ রাজিউল্লাহ। গত ১০ ফেব্রুয়ারী বাংলাদেশে সর্বপ্রথম ২০ জন প্রতিযোগীকে নিয়ে দুবাইতে রওনা করেন আামার বাবা আবু ইউসুফ রাজিউল্লাহ এবং তিনি অত্যন্ত কঠোর প্ররিশ্রম নিয়ে ও বাধা বিপত্তির মধ্যে দিয়ে সুটিং শেষ করেন। সেখানে সুটিং চলাকালীন সময়ে আমরা শুনতে পাই গত ১ মাস যাবৎ তিনি এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং গত ২৩ মার্চ আমাদের এতিম করে দিয়ে আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর প্রিয় মেহমান হয়ে চলে গেলেন। আমার বাবা আমার হাত ছুঁয়ে বলে গিয়েছিলেন বাবা তুমি কিন্তু কাঁদবা না বাবা, তোমার কিন্তু সবাইকে সামলাতে হবে এবং এই দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম তুমি তোমার চাচা যারা আছেন ও সহ-কর্মী মহিউদ্দিন আংকেল ও জহির আংকেল সবাইকে নিয়ে আমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করবা। ইনশাল্লাহ আমি ছোট মানুষ আমি জানি না কত কি বলতে পেরেছি । আমার বাবা থাকলে আজকে স্বপ্সরদের ভালোমত ধন্যবাদ দিতে পারতো। যেটা আমার দাড়া সম্ভব হবে না। তারপরেও আমি কৃতজ্ঞতা দিয়ে আপনাদের ছোট করবো না। আমাদেরকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে আমার আব্বুকে যে বাবা বলে ডাকতেন ইউসূফ।গত বছর এখান থেকে বলেছিলেন ইউসুফ তুমি দাঁড়াও। আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞতা আদায় করছি। আপনারা যারা প্রথম থেকে যারা ছিলেন সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমি চাই আংকেল ও চাচাদের সাথে নিয়ে সামনের দিকে এই অনুষ্ঠান যদি বাস্তবায়ন করতে পারি এবং নিয়মিত করে যেতে পারি ইনশাল্লাহ ও সবার কাছে দোয়া চাচ্ছি।
এখনো আমার বড় ভাই কবরের সামনে গিয়ে বলে আমাকে একটি বার বাবা বলে ডাকো। একটি বার আমাদের কেউ ডাকে না। আমরা কাউকে বাবা বলে ডাকতে পারি না। সকলের কাছে বাবার জন্য দোয়া চাচ্ছি। ইনশাল্লাহ এই অনুষ্ঠান আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আপনাদের সহযোগিতা কামনা করছি।